বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভুয়া (ফেক) প্রোফাইল তৈরি হয়েছে। এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ও খবর ছড়িয়ে পড়ছে, যা জনসাধারণের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করছে।
বুধবার (১৩ আগস্ট) গণমাধ্যম পাঠানো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব অ্যাকাউন্ট ভুয়া (ফেক) এবং এসব অ্যাকাউন্ট থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।
আইএসপিআর পক্ষ থেকে জানানো হয়েছে যে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খোলা হয়েছে এবং সে সকল প্রোফাইল থেকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য যে, যারা এই ধরনের প্রতারণামূলক কাজ করছে, তাদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC