বৃহস্পতিবার ১৪ আগস্ট, ২০২৫

সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট নিয়ে সতর্ক করলো আইএসপিআর

ISPR warns of fake accounts in the name of Army Chief
ছবি: আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভুয়া (ফেক) প্রোফাইল তৈরি হয়েছে। এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ও খবর ছড়িয়ে পড়ছে, যা জনসাধারণের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করছে।

বুধবার (১৩ আগস্ট) গণমাধ্যম পাঠানো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব অ্যাকাউন্ট ভুয়া (ফেক) এবং এসব অ্যাকাউন্ট থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।

আইএসপিআর পক্ষ থেকে জানানো হয়েছে যে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খোলা হয়েছে এবং সে সকল প্রোফাইল থেকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ব্যক্তিগত একাউন্ট নেই এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো একাউন্ট পরিচালনা করার পরিকল্পনা নেই।
এমতাবস্থায়, জনসাধারণ ও গণমাধ্যমকে এ ধরনের ভুয়া একাউন্ট থেকে প্রচারিত তথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।

উল্লেখ্য যে, যারা এই ধরনের প্রতারণামূলক কাজ করছে, তাদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন