
কুমিল্লায় প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৮টায় এই জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন কুমিল্লা কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ ও কেন্দ্রীয় ঈদগাহের প্রধান ইমাম ও খতিব হাফেজ মুফতি মাওলানা শাহ মোহাম্মদ ইব্রাহিম কাদেরী।
সরেজমিনে গতকাল ২৯ মার্চ (শনিবার) ঘুরে দেখা যায়, ঈদের জামাতকে কেন্দ্র করে কুমিল্লা সিটি কর্পোরেশন ঈদগাহ ময়দানকে নতুন করে সাজিয়েছে। মাঠের চারপাশে আলোকসজ্জা করা হয়েছে এবং ঈদগাহের প্রধান ফটকে তৈরি করা হয়েছে বিশাল তোরণ। এছাড়া, নগরীর বিভিন্ন এলাকায় মাইকিং করে ঈদ জামাতের সময়সূচি ঘোষণা করা হচ্ছে।
এর আগে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৯ মার্চ কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়ছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়াসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লা সিটি কর্পোরেশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।