সেই বিকেলের হাসি দেখে রাখাল বাজায় বাঁশি
যেই বিকেলে নয় মাসের পর বাংলায় ফুটল হাসি।
সেই বিকেলের হাসি দেখে হঠাৎ পরে জল,
যেই বিকেলে পালিয়েছিল শত্রু সেনার দল।
সেই বিকেলে নতুন করে বাংলায় ফুটল হাসি,
যেই বিকেলে আত্মসমর্পণ করে পাকিস্তানের নিয়াজি।
সেই বিকেলের হাসি দেখে বিশ্ব হলো অবাক,
যেই বিকেলে শুনেছিল বিশ্ব জয় বাংলার ডাক।
সেই বিকেলে স্বাধীন বাংলা বিশ্বের বুকে গাঁথা,
যেই বিকেলে উড়েছিল স্বাধীন পতাকা।
সেই বিকেলে বাংলার বুকে জ্বলেছিল আলো,
যেই বিকেলে নিরীহ বাঙালির স্বপ্ন সত্যি হলো।
বাঙালি সেদিন উল্লাসে ছিলো সারা বিকেল ভর,
সেই বিকেলটি হলো ৭১রের ১৬ই ডিসেম্বর!
ফারিয়া ইসলাম
ইংরেজি বিভাগ, জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজ
ভৈরব, কিশোরগঞ্জ
সেশন : ২২-২৩