ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

সুপার ফোর পর্বে আজ ফের মুখোমুখি হবে পাকিস্তান-ভারত

Pakistan-India will meet again today in the Super Four phase
সুপার ফোর পর্বে আজ ফের মুখোমুখি হবে পাকিস্তান-ভারত। ছবি: সংগৃহীত

এশিয়া কাপ সুপার ফোর পর্বে আজ ফের মুখোমুখি হচ্ছে পাকিস্তান-ভারত। খারাপ আবহাওয়ার কারণে অবশ্য হঠাৎ করেই এ ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এরআগে পাল্লেকেলেতে বৃষ্টির কারনে গ্রুপ পর্বে ভারত–পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কলম্বোতে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে ৯০ শতাংশ। সারাদিন বজ্রসহ প্রবল বৃষ্টি হতে পারে। তবে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার। গ্রুপ পর্বে ভারত–পাকিস্তান ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায়, এ ম্যাচেও রিজার্ভ ডে রাখার সিদ্বান্ত নেয় এসিসি।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রিজার্ভ দিন থাকলেও ঘোষিত দিনেই খেলা শেষ করার চেষ্টা করা হবে। যদি কোনও কারণে পরের দিন খেলা হয়, তবে নির্ধারিত দিন যতটুকু খেলা হয়েছে, সেখান থেকে রির্জাভ ডে’তে শুরু হবে।

তবে বৃষ্টি নিয়ে মাথা না ঘামিয়ে লড়াইয়ে জন্য প্রস্তুতি সেরেছে ভারত–পাকিস্তান দু’দলের ক্রিকেটাররা। সুপার ফোরে ভারতের প্রথম ম্যাচ হলেও, পাকিস্তানের জন্য এটি দ্বিতীয় ম্যাচ। ইতোমধ্যে জয় দিয়ে সুপার ফোর শুরু করছে পাকিস্তান।

ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩৩ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এরমধ্যে ভারতের জয় ৫৫টিতে, পাকিস্তানের জয় ৭৩টিতে। ৫টি ম্যাচ পরিত্যক্ত হয়। এশিয়া কাপে ওয়ানডে ও টি–টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে সর্বমোট ১৭বার দেখা হয় ভারত ও পাকিস্তানের। এরমধ্যে ১৩ ওয়ানডেতে ৭টিতে জিতেছে ভারত, ৫টি জিতে পাকিস্তান ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। টি–টোয়েন্টি সংস্করনে ৩বারের দেখায় ২বার ভারত ও ১বার জয় পায় পাকিস্তান।