শুক্রবার ১২ সেপ্টেম্বর, ২০২৫

সুন্দরবনে বিষ দিয়ে চিংড়ি শিকার, হাতেনাতে ধরা নৌকাসহ ৫ জেলে

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - 5 fishermen caught red-handed fishing for shrimp with poison in Sundarbans
সুন্দরবনে বিষ দিয়ে চিংড়ি শিকার, হাতেনাতে ধরা নৌকাসহ ৫ জেলে

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ির ছোট হরমল খাল থেকে বিষ দিয়ে চিংড়ি মাছ শিকারের অভিযোগে পাঁচ জেলেকে আটক করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন: আসাদুল শেখ (৩৮), কবির শেখ (৪৮), জিহাদ সরদার (২৮), বাদশা (২৮) এবং ইয়াসিন শেখ (২২)। তারা সবাই বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা।

অভিযানের সময় জেলেদের কাছ থেকে দুটি নৌকা, দুই বোতল বিষ, মাছ ধরার জাল এবং বিষ দিয়ে ধরা ২০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন