
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
সুজন—সুশাসনের জন্য নাগরিক কুমিল্লা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে কুমিল্লা–৬ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের নিয়ে “জনগণের মুখোমুখি” শীর্ষক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লা টাউন হলের যুক্ত মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে কুমিল্লা–৬ আসনের এমপি পদপ্রার্থী প্রার্থীরা সরাসরি সাধারণ জনগণের মুখোমুখি হন।
অনুষ্ঠানে কুমিল্লা-৬ আসনের এমপি পদপ্রার্থী প্রার্থীরা সরাসরি সাধারণ জনগণের মুখোমুখি হয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। একই সঙ্গে উপস্থিত ভোটার ও সাধারণ নাগরিকরা প্রার্থীদের উদ্দেশে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং নিজেদের মতামত প্রকাশের সুযোগ পান। প্রার্থীরাও এসব প্রশ্নের জবাব দিয়ে জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করেন।
এ আয়োজনের মাধ্যমে ভোটারদের সঙ্গে প্রার্থীদের সরাসরি সংলাপের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরি হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। অনুষ্ঠানে বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতিও লক্ষ করা যায়।
আয়োজকরা জানান, গণতান্ত্রিক চর্চা জোরদার করা, সুশাসন প্রতিষ্ঠা এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। নাগরিকদের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে প্রার্থীদের জবাবদিহি নিশ্চিত করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তারা উল্লেখ করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC