বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৫টি বার্মিজ গরু আটক করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ ৫০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এস কে এম কফিল উদ্দীন কায়েসের নেতৃত্বে একটি বিশেষ দল রবিবার ভোররাত ৩টার দিকে জুমছড়ি এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুগুলো ফেলে পালিয়ে যায়।
আটককৃত গরুগুলোকে বর্তমানে ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়েছে এবং সেগুলোর নিলাম কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেঃ কর্নেল কায়েস বলেন, "বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে আমাদের অভিযান নিয়মিত চলছে। মালিকবিহীন গবাদিপশু সীমান্ত নিরাপত্তার জন্য ঝুঁকির কারণ হতে পারে, তাই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি।"
সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এই ধরনের ধারাবাহিক অভিযানকে স্থানীয় বাসিন্দারাও স্বাগত জানিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC