সিলেট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য ও পশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত দুই দিনে চালানো এসব অভিযানে জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। তবে এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ি, যেমন প্রতাপপুর, বিছনাকান্দি, ডিবিরহাওর, সোনারহাট, কালাসাদেক, এবং কালাইরাগ-এর টহল দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। এছাড়া, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ দল সিলেট শহরের নাইওরপুল এলাকায়ও অভিযান পরিচালনা করে।
এই অভিযানগুলোতে গরু, শাড়ি, কম্বল, টি-শার্ট, ট্রাউজার, পেঁয়াজ, টমেটো, পান, বিড়ি, এবং প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন ভারতীয় পণ্য ও পশু জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক জানান যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা, চোরাচালান এবং মাদক পাচার রোধে তাদের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এই বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
এদিকে, শুক্রবার বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধীন জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ির টহলদল ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৫টি ভারতীয় গরু জব্দ করে। একই দিনে কানাইঘাটের সুরাইঘাট ফাঁড়ির বিজিবি সদস্যরা ২৪০ কেজি জিরা জব্দ করেন। বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, জব্দকৃত গরু ও জিরার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ ৯০ হাজার টাকা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC