
রাইজিং ডেস্ক

সিলেটের গোলাপগঞ্জে একটি কমলা বিক্রি হয়েছে দুই লাখ টাকায়! বিষয়টি শুনে আশ্চর্য হলেও ঘটনা সত্যি।
গতো শনিবার রাতে গোলাপগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিলে নিলাম ডাকে একটি কমলা দুই লাখ টাকায় বিক্রি হয়েছে।
এলাকা সূত্রে জানা যায়, শনিবার গোলাপগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওয়াজ মাহফিলে অতিথি ছিলেন ভারতের আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানী (রহ.)। মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী আছজাদ আল মাদানীকে (রহ.) খাওয়ার জন্য একটি কমলা দান করেন। এ সময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন। ৫ হাজার টাকায় শুরু হওয়া কমলার নিলাম ডাক চলে প্রায় ২৫ মিনিট। অবশেষে দুই লাখ টাকা দামে বিক্রি হয় কমলাটি।
ওয়াজ মাহফিলে কমলাটি দুই লাখ টাকায় কিনে নেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত জামিয়াতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজ ইয়ামিন। এ টাকা মাদ্রাসার উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
এ বিষয়ে ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা স্থানীয় বাসিন্দা নাদিম মাহমুদ গণমাধ্যমকে বলেন, 'মাহফিলে প্রথমে পাঁচ হাজার টাকা দিয়ে একটি কমলার নিলাম ডাক শুরু হয়। ক্রমে সেটি বাড়তে থাকে। একপর্যায়ে এক লাখ টাকা ছাড়িয়ে যায়। এরপর ভাবা হচ্ছিল, সেটি আর তেমন বাড়ানো হবে না। পরে দুই লাখ টাকা পর্যন্ত ওঠে একটি কমলার দাম। গোলাপগঞ্জেরই এক বাসিন্দা যুক্তরাষ্ট্রপ্রবাসী নগদ টাকায় কমলাটি কিনে নিয়েছেন।'
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC