
ভারতীয় টেলিভিশনের ইতিহাসে দীর্ঘ ২১ বছর ধরে দর্শকদের মুগ্ধ করে রেখেছে জনপ্রিয় ক্রাইম ইনভেস্টিগেশন ধারাবাহিক ‘সিআইডি’। ছোট পর্দার এই আইকনিক সিরিজটির অভিনেতারা প্রতিটি পর্বে কত পারিশ্রমিক পান, তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।
সম্প্রতি বিনোদনমূলক সংবাদমাধ্যম পিংকভিলা এই জনপ্রিয় সিরিজের প্রধান অভিনেতাদের পারিশ্রমিকের একটি তালিকা প্রকাশ করেছে, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
কে কত পারিশ্রমিক পান?
প্রকাশিত তালিকা অনুযায়ী, ‘সিআইডি’র কেন্দ্রীয় চরিত্র এসিপি প্রদ্যুমন-এর ভূমিকায় অভিনয় করা কিংবদন্তি অভিনেতা শিবাজী সাতাম প্রতি পর্বে প্রায় ১ লাখ রুপি পারিশ্রমিক নেন।
সিরিজের আরও দুই জনপ্রিয় চরিত্র, ইনস্পেক্টর দয়া (দয়ানন্দ শেঠি) এবং ইনস্পেক্টর অভিজিৎ (আদিত্য শ্রীবাস্তব) প্রতি পর্বে ৮০ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত পারিশ্রমিক পেয়ে থাকেন।
অন্যদিকে, হাস্যরস আর বুদ্ধিমত্তার মিশেলে দর্শকদের প্রিয় চরিত্র ইনস্পেক্টর ফ্রেডরিকস-এর ভূমিকায় অভিনয় করা দিনেশ ফড়নিস প্রতি পর্বে প্রায় ৭০ হাজার রুপি পারিশ্রমিক পান।
ফরেনসিক টিমের গুরুত্বপূর্ণ সদস্য ড. সালুখে চরিত্রে অভিনয় করা নরেন্দ্র গুপ্ত এবং ড. তারিকা চরিত্রে অভিনয় করা শ্রদ্ধা মুসালে দুজনেই প্রতি পর্বে প্রায় ৪০ হাজার রুপি করে পারিশ্রমিক নেন।
এছাড়াও, সিরিজের অন্যান্য গুরুত্বপূর্ণ অভিনেতা যেমন সাব-ইনস্পেক্টর পূরবী, পঙ্কজ, তাসা এবং শ্রীয়া প্রতি পর্বে ৪০ হাজার থেকে ৫০ হাজার রুপি পর্যন্ত পারিশ্রমিক পেয়ে থাকেন।