জানুয়ারি ১২, ২০২৫

রবিবার ১২ জানুয়ারি, ২০২৫

সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের তিন যুগপুর্তি উৎসব অনুষ্ঠিত

সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের তিন যুগপুর্তি উৎসব অনুষ্ঠিত
সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের তিন যুগপুর্তি উৎসব অনুষ্ঠিত। ছবি: প্রতিনিধি

“চল সাথী ফিরে যাই চল সোনালী কৈশোরে” এই স্লোগানকে লালন করে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের তিন যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শনিবার (১১ জানুয়ারি) আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, মধ্যহ্নভোজ ও সংগীতানুষ্ঠানসহ দিনব্যাপী নানা জমকালো অনুষ্ঠানের আয়োজনে করা হয়।

দিনের শুরুতে সকাল ৯টায় প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠ থেকে আনন্দ শোভাযাত্রাটি নিয়ে বের হয়ে কুমিল্লা-মিরপুর সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে তারা অন্যান্য অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে ১৯৮৯-২০২৪ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। সেখানে এক স্কুল জীবনের কৈশোরের আবেঘগন পরিবেশ তৈরি হয়।

সবশেষে অনুষ্ঠানটি সফল ও সার্থক করায় আয়োজক কমিটির পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।