দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে একদিনে মোট ১৮৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সারা দিন এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ১ হাজার ৩২০ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টের আসামি। বাকি ৫৪৬ জনকে অন্যান্য অপরাধে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এদিকে, শুক্রবার রাতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গ্রেফতারকৃতরা রাজধানীর তেজগাঁও এলাকার রহিম মেটাল মসজিদের সামনে জুমার নামাজের পর একটি ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন। পরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এছাড়াও, শুক্রবার রাজধানীর মিরপুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আরও দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। তারা হলেন মো. আরিফ উদ্দিন (৪৬) ও হাফিজুল ইসলাম শামীম (৪৬)।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC