গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৪৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১০১ জন।
রোববার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা সিটির বাইরেই রোগীর সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরে বরিশাল বিভাগে ৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮১ জন, ঢাকা বিভাগে ৮৪ জন, খুলনা বিভাগে ৫৭ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, রংপুর বিভাগে ৭ জন এবং রাজশাহী বিভাগে ৩৪ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪০৪ জন। চলতি বছর এখন পর্যন্ত মোট ২২ হাজার ৭০৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC