দেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম সামাজিক মাধ্যমে তার নামে তৈরি ভুয়া পেজ ও আইডি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে এই বিষয়ে তার বিরক্তি প্রকাশ করেছেন।
পোস্টটি রাইজিং কুমিল্লার পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো-
অপি করিম তার পোস্টে লিখেছেন, "আমার জীবনযাপন নিয়ে আমি খুব আরাম বোধ করি। আমার খুব বেশি বন্ধু নেই, আমি কোলাহল পছন্দ করি না। পরিবার, কাজ, বই পড়া, ছবি আঁকা, গাছের যত্ন- এভাবেই আমার দিন কাটে।"
তিনি আরও বলেন, "বোন, ভাই, আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগের জন্য ফোন আমার কাছে খুবই প্রয়োজনীয় একটি জিনিস। গুরুত্বপূর্ণ কাজের জন্যও মাঝে মাঝে ব্যবহার করতে হয়। এর বাইরে আমার কাছে ফোন খুব কম থাকে। হয় ব্যাগে পড়ে থাকে, না হয় বাসায় রেখেই বাইরে যাই! ফোনে তেমন ছবিও তোলা হয় না, সেলফির অভ্যাসও নেই।"
অপি করিম সামাজিক মাধ্যমে তার উপস্থিতি সম্পর্কে বলেন, "সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, কিন্তু সেখানে আমার বিচরণ নেই বললেই চলে! এমনকি আমি পারতপক্ষে মোবাইল ফোনে কোনো কনটেন্ট দেখি না। আয়েশ করে টিভিতেই দেখি। আর হ্যাঁ, জ্যামে বসে ইউটিউব থেকে গল্প শুনি, চোখ বন্ধ করে। এতে চোখের আরাম, মনেরও শান্তি মেলে। আমার মনে হয়, এতে অনেক সময় বেঁচে যায়, আর তাতেই আমার শান্তি।"
তবে, সাম্প্রতিক সময়ে কিছু মানুষ তার নামে বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে তিনি অভিযোগ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "আপনারা আমার নামে যা লিখেন, আমি তেমনভাবে কথা বলি না, লিখিও না। আমার কাছের মানুষ ও ভক্তরা আমার লেখা সম্পর্কে জানেন, তাদের আপনারা 'আমার কথা' বলে বিশ্বাস করাতে পারবেন না।"
যারা তার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের প্রতি তিনি অনুরোধ জানান, "যদি আপনাদের এতই লেখার ইচ্ছা থাকে, তাহলে নিজের নামে লিখুন, অন্যকে দিয়ে কেন মনের কথা বলাচ্ছেন? এত কষ্ট করে লিখছেন, কৃতিত্ব তো আপনারই প্রাপ্য! মিথ্যার ওপর ভর করে অন্যের নামে লেখার যদি সাহস থাকে, তাহলে নিজের নামে লেখার সাহস দেখান!"
তিনি আরও বলেন, "আপনারা এত কষ্ট করে আমার নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকুন! সময় নষ্ট করছেন! তার চেয়ে চোখ বন্ধ করে গল্প শুনুন বা চোখ খুলে বই পড়ুন। প্রযুক্তির অনেক গুণ, এটি যথাযথভাবে ব্যবহার করুন। ভালো থাকুন, ভালো রাখুন।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC