সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। শনিবার (১০ সেপ্টেম্বর) ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
বড়রা (জাতীয় দল) ১৮ বছর ধরে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারছে না। তবে পিছিয়ে নেই ছোটরা। সাফল্যের সিঁড়ি বেয়ে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে তারা। শুক্রবার (৯ সেপ্টেম্বর) থিম্পুতে টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে শিরোপার খুব কাছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬। আর মাত্র একটি সিঁড়ি পেরোনো বাকি। তাহলেই হাতে উঠবে শিরোপা।
ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে শুরুতে গোল করে এগিয়ে যায় পাকিস্তান। ম্যাচের ৬ মিনিটে গোল পায় বিপক্ষ দল। সতীর্থের পাসে বক্সে ঢুকে আব্দুল ঘানি গোলকিপারের ওপর দিয়ে কোনাকুনি শটে জাল কাঁপান। পিছিয়ে পড়ার সাত মিনিটের মধ্যে ম্যাচে সমতা আনে টাইগাররা। ডান প্রান্ত থেকে এক ক্রসে পাওয়া বলে মোর্শেদ আলী জটলার মাঝে হেড দিয়ে গোল করেন। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আবু সাইদ। ২-১ গোলের জয়ে সাফের ফাইনালে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আনন্দটা আরও বাড়বে ফাইনাল জিততে পারলে। সেটা অসম্ভবও নয়। ১০ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, যারা প্রথম সেমিফাইনালে মালদ্বীপকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে। ভারতের কাছে গ্রুপ পর্বে ১-০ গোলে হেরেছিল লাল-সবুজের দল।
২০১৫ সালে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ। এরপর ২০১৮ সালে অনূর্ধ্ব-১৫ সাফের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC