জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এখন ভীত। কারণ তার স্বামী, পরিচালক সৃজিত মুখার্জি বাসায় পাইথন সাপ পুষেছেন। বর্তমানে তাদের বাসায় চারটি পাইথন সাপ রয়েছে। আরও সাপ আনার কথা ভাবছেন সৃজিত।
মিথিলা সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার ঝিলাম গুপ্তাকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে জানান। তিনি বলেন, "বাড়িতে অনেকগুলো আছে। আমার বরের সাপ খুবই পছন্দের প্রাণী। বাড়িতে চারটি পাইথন আছে। প্রথমে একটা ছিল, তারপর হলো চারটি। এখন শুনছি আরও আসবে। প্রথমে যখন একটা ছিল, তখন ভয়ের কারণ ছিল না। এরপর এটা যখন ৮টা হবে, সেটা তো ভয়ের কারণ হবেই। তিনি নাকি সাপের ভয়েতেই বাড়ি ঢুকতে পারছেন না বলেও জানান।"
সম্প্রতি কলকাতায় নিজের ছবি 'ও অভাগী' প্রচারে গিয়েছিলেন এই অভিনেএী। এরপর বাড়ি ফিরে দেখেন, একটা নয়, মোট চারটি বল পাইথন রয়েছে। যা দেখে খানিকটা চমকেই গিয়েছিলেন।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC