এপ্রিল ১৩, ২০২৫

রবিবার ১৩ এপ্রিল, ২০২৫

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় শীর্ষস্থান দখল করল ইস্টার্ন ক্যাবলস

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় শীর্ষস্থান দখল করল ইস্টার্ন ক্যাবলস
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় শীর্ষস্থান দখল করল ইস্টার্ন ক্যাবলস/ছবি: সংগৃহীত

ঈদ পরবর্তী সপ্তাহে দেশের পুঁজিবাজারে মিশ্র চিত্র দেখা গেলেও নির্দিষ্ট কিছু শেয়ারে ছিল তীব্র ঊর্ধ্বগতি। ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল ২০২৫ পর্যন্ত সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দরবৃদ্ধি পেয়েছে ইস্টার্ন ক্যাবলস লিমিটেড (ECABLES)।

কোম্পানিটির শেয়ারমূল্য বেড়েছে প্রায় ৯.৯ শতাংশ, যা বিনিয়োগকারীদের মধ্যে কোম্পানিটির প্রতি আস্থার ইঙ্গিত দেয়।

শীর্ষ গেইনারদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট (HEIDELBCEM), যার শেয়ারমূল্য বেড়েছে ৮.৭৪ শতাংশ। এরপর রয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনি (DSSL), যার শেয়ারের দাম বেড়েছে ৮ শতাংশের বেশি।

তালিকায় আরও রয়েছে এইচআর টেক্স (HRTEX), বিচ হ্যাচারি (BEACHHATCH), গ্লোবাল ডিউটি ফ্রি (GLDNJMF), এলএইচবি (LHB), ইস্টার্ন টিউবস (ETL), সোনারগাঁও টেক্সটাইল (SONARGAON) এবং এলআর গ্লোবাল এমএফ১ (LRGLOBMF1)। এসব কোম্পানির শেয়ারমূল্যে ৫ থেকে ৭ শতাংশের বেশি দরবৃদ্ধি হয়েছে সপ্তাহজুড়ে।

আরও পড়ুন