সিলেটের কোম্পানিগঞ্জে অবৈধভাবে উত্তোলন করা ১২ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার করে পুনরায় নদীতে ফিরিয়ে দিয়েছে প্রশাসন। জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এই পাথর জব্দ করা হয়।
বুধবার (১৩ আগস্ট) গভীর রাতে কোম্পানিগঞ্জের সাদা পাথর এলাকার পাশে কালাইরাগ নামক স্থানে এই অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্র অনুযায়ী, জেলা প্রশাসনের পক্ষ থেকে সাদা পাথর এলাকা থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে। এ সময় ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করে আবার নদীতে ফেলে দেওয়া হয়। এছাড়াও, কলাবাড়ি এলাকায় পাথর ভাঙার কাজে ব্যবহৃত বেশ কিছু যন্ত্রের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
প্রশাসনের এমন উদ্যোগে সামিল হন স্থানীয়রাও। তারা বলছেন, অতীতে যা ঘটেছে সেটির যেন আর পুনরাবৃত্তি না হয়, সেজন্য প্রশাসনের সঙ্গে থেকে সাদাপাথর রক্ষায় কাজ করবেন তারাও।
সিলেট-ভোলাগঞ্জ সড়কের সিলেট ক্লাবের সামনে যৌথ বাহিনীর আরেকটি চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসন জানিয়েছে, চুরি হওয়া সব পাথর ফেরত না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে, চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, চুরি ও লুট হওয়া সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।
কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসন এই অভিযান চালিয়েছে। সীমান্ত এলাকা হওয়ায় সেনাবাহিনী তাদের সহযোগিতা করেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, "আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান ও চেকপোস্ট পরিচালনা করছি। অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য।"
তিনি আরও বলেন, অপরাধ দমনে তাদের অবস্থান ‘জিরো টলারেন্স’।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC