সাড়ে সাত মাস বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এস্টেট শাখার অফিস সহকারী মনোয়ারা বেগমকে চাকরিচ্যুত করেছে কুবি প্রশাসন।
সরকারি কর্মচারী বিধিমালা মোতাবেক কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা এবং বিশ্ববিদ্যালয় থেকে বেশ কয়েকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া পরও ঐ নোটিশের কোন সদুত্তর না পাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করেছে বলে জানা গেছে।
আজ শনিবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, মনোয়ারা বেগম নামের এই অফিস সহকারীকে চলতি বছরের ২ এপ্রিল থেকে কোন ছুটি না নিয়ে অনুপস্থিত থাকায় ৯ মে প্রথমবার কারণ দর্শানোর নোটিশ দেয় এবং পরবর্তীতে ৩০ মে পুনরায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
দু'বার কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও মনোয়ারা বেগমের কাছে থেকে কোনো জবাব না পাওয়ায় ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার বিধি ৩ (খ)-তে বর্ণিত “অসদাচরণ” ও বিধি ৩ (গ)-তে বর্ণিত পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়।
সর্বশেষ গত ৯ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৯ তম সভায় মনোয়ারাকে চাকরি হতে অপসারণ বা চাকুরিচ্যুত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী বলেন, অনুমতি ব্যতীত অনুপস্থিত থাকায় সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কোনো জবাব দেননি।
তবে এ বিষয়ে ভুক্তভোগী মনোয়ারা বেগম বিদেশে থাকায় তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC