টেকনাফ-সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ফের অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে দুটি মাছ ধরার ট্রলারসহ ১১ জন বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিক সমিতির অভিযোগ, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা এই অপহরণের সঙ্গে জড়িত। এছাড়াও আরও দুটি মাছ ধরার নৌকা নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে, তবে সেগুলোর পরিণতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সেন্টমার্টিনের কাছাকাছি বাংলাদেশ জলসীমানায় জেলেরা যখন মাছ ধরছিলেন, তখন হঠাৎ করেই মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা এপারে প্রবেশ করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে দুটি ট্রলার এবং তাতে থাকা ১১ জন জেলেকে ধরে নিয়ে যায়। অপহৃত ট্রলারগুলোর মধ্যে একটি আবুল কালামের নিজের বলে তিনি জানান।
তিনি আরও বলেন, "আমরা শুনেছি আরও দুটি নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই তথ্যটি এখনও নিশ্চিত করা যায়নি।"
বারবার এ ধরনের অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আবুল কালাম বলেন, "মাছ ব্যবসায়ী এবং জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এই সমস্যার সমাধানে সরকারের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।"
টেকনাফের শাহপরীর দ্বীপ ইউপি সদস্য আবদুল মান্নান জানান, তিনি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছেন। তবে কোন ঘাটের নৌকা অপহৃত হয়েছে, তা এখনও নিশ্চিত নন। তিনি আরও জানান, তার এলাকার বেশ কয়েকটি মাছ ধরার নৌকাকে আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করেছিল।
ট্রলার ও জেলেদের অপহরণের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, "আমরা মাছ ধরার ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে অপহৃতদের ফেরত আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"
স্থানীয় মাছ ব্যবসায়ী নুরুল কায়েছ ক্ষোভ প্রকাশ করে বলেন, "প্রায়ই আমাদের জেলেদের মিয়ানমারে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এতে আমরা অত্যন্ত চিন্তিত ও নিরাপত্তাহীনতায় ভুগছি। এই সমস্যার স্থায়ী সমাধান না হলে জেলেরা সাগরে মাছ ধরতে যাওয়ার সাহস হারাবে।"
উল্লেখ্য, এর আগেও টেকনাফ-সেন্টমার্টিন সংলগ্ন সাগরে একাধিকবার জেলে অপহরণের ঘটনা ঘটেছে, যার জন্য স্থানীয়রা আরাকান আর্মিকে দায়ী করে আসছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC