আসন্ন পাকিস্তান ক্রিকেট লিগের (পিএসএল) ড্রাফটে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে স্থান হয়েছে তার।
প্লাটিনাম ক্যাটাগরিতে একজন ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ১ লাখ ৩০ থেকে ১ লাখ ৭০ হাজার ডলার। অর্থাৎ, কোনো ফ্র্যাঞ্চাইজি ৩৬ বছর বয়সী অলরাউন্ডারকে কিনতে চাইলে কমপক্ষে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (প্রায় দেড় কোটি টাকা) দিতে হবে।
পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের মাধ্যমে জানা গেছে, আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত হবে পিএসএলের নবম আসর বসবে। খেলোয়াড়দের নিলাম আয়োজনের সম্ভাব্য তারিখ আগামী ১৪ ডিসেম্বর।
এদিকে, পিএসএলের ড্রাফটে ছয় ক্যাটাগরিতে মোট ৪৯৩ জন বিদেশি খেলোয়াড়ের স্থান হয়েছে। যেখানে ২৮ জন বাংলাদেশি খেলোয়াড়ও স্থান পেয়েছেন। ইংল্যান্ডের সর্বোচ্চ ১৪০ জন, শ্রীলঙ্কার ৬০ জন, আফগানিস্তানের ৪৩ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৮ জন, দক্ষিণ আফ্রিকার ২৫ জন, অস্ট্রেলিয়ার ১৪ জন, জিম্বাবুয়ের ১১ জন এবং আয়ারল্যঅন্ডের ৯ জন ক্রিকেটার রয়েছেন।
অপরদিকে ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬০ হাজার ডলার (প্রায় ৬৬ লাখ টাকা)। অন্য চার ক্যাটাগরি গোল্ড, সিলভার, ইমার্জিং ও সাপ্লিমেন্টারিতে বাংলাদেশের কারা আছেন, সেই তালিকা এখনও প্রকাশ করা হয়নি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC