দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে লাকসাম প্রেসক্লাব ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ এবং সঞ্চালনা করেন সাংবাদিক শাহ নুরুল আলম।
মানববন্ধনে বক্তব্য রাখেন লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, দৈনিক তরুণ কণ্ঠের সম্পাদক রফিকুল ইসলাম শান্ত, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, সমাজসেবক আবু বকর জাহিদ, লাকসাম টিভি নিউজের আব্দুল জলিল, প্রেসক্লাব সদস্য নাজমুল হাসান, সাংবাদিক ইউনিয়ন সদস্য এসআই শিমুলসহ আরও অনেকে।
এসময় সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান, জাহিদ ইসলাম, আহসান উল্লাহ, হামিদুর রহমান, মাসুদ ফারভেজ রনি, আমজাদ হোসেন, দেলোয়ার হোসেন মনির, মাহবুবুর রহমান, আব্দুল মালেক হিরণ, জাহিদ শান্তসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সাহসী কণ্ঠস্বর। তার হত্যাকাণ্ড কেবল সাংবাদিক সমাজ নয়, সমগ্র জাতির জন্য গভীর শোক ও ক্ষোভের বিষয়। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি জানান।
মানববন্ধনে লাকসামের বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC