বুধবার ১০ সেপ্টেম্বর, ২০২৫

‎সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর মৃত্যুতে শোক জানিয়েছেন ড. মোবারক হোসাইন

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

ড. মোবারক হোসাইন

‎ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছেন চ্যানেল- S এর সিনিয়র রিপোর্টার সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী। (ইন্নানিল্লাহি ওয়া….রাজিউন)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১ টা ৩০ মিনিটে ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।

তার নিজ বাড়ী কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার এবদারপুর গ্রামে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন।

তিনি এক শোক বার্তায় বলেন, ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে দেশের সংবাদ জগতে এক অপূরনীয় ক্ষতি হয়েছে। আল্লাহ তায়ালা যেনো তার পরিবারকে এই শোক সইবার ক্ষমতা দেয় এবং তাকে যেনো জান্নাতের সর্বোচ্চ উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন।

আরও পড়ুন