বাজার সিন্ডিকেট এবং দেশের কোথায় কোথায় চাঁদাবাজি হচ্ছে সাংবাদিকদের কাছ থেকে তার তথ্য চাইলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার রাজধানীর খাদ্য ভবনের সামনে কৃষি পণ্য ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাংবাদিকরা আমাদের মূল চোখ। আপনারা দেশের কোথায় কোথায় সিন্ডিকেট ও চাঁদাবাজি হচ্ছে, তা খুঁজে দিন।
তিনি আরও বলেন, ধীরে ধীরে এ কার্যক্রম সারা দেশে চালু করা হবে।
নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম প্রসঙ্গে মো. জাহাঙ্গীর আলম বলেন, বন্যায় বিভিন্ন অঞ্চলে শাক-সবজির ক্ষতি হয়েছে। এর প্রভাব বাজারে পড়েছে। তবে দাম তাড়াতাড়িই কমে আসবে বলে তার প্রত্যাশা।
উল্লেখ্য, ওএমএসের আওতায় প্রতি কেজি আলু ৩০ টাকা, প্রতি ডজন ডিম ১৩০ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা এবং সবুজ শাক-সবজি বিদ্যমান বাজারদরের চেয়ে অন্তত ২০-৩০ শতাংশ কম দামে বিক্রি হবে।