বিনোদন জগতের ছোটপর্দার অভিনেতা শামীম হাসান সরকারকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বয়ে যাওয়া বিতর্কের ঝড় অবশেষে কিছুটা শান্ত হওয়ার ইঙ্গিত মিলছে। অভিনেত্রী প্রিয়াংকা প্রিয়াকে অশালীন ভাষায় গালিগালাজ, ধর্ষণের হুমকি এবং শুটিং সেটে মাদক সেবনের মতো গুরুতর অভিযোগের মুখে অবশেষে নিজের ভুল স্বীকার করে প্রিয়াংকার কাছে ক্ষমা চেয়েছেন এই অভিনেতা। শুধু প্রিয়াংকাই নন, এর আগেও একাধিক অভিনেত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল শামীমের বিরুদ্ধে।
এর আগে এক সংবাদ সম্মেলনে প্রিয়াংকার আনা সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছিলেন শামীম হাসান সরকার। তবে বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে অভিনয়শিল্পী সংঘের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওতে শামীমকে তার শুভাকাঙ্ক্ষী এবং বিশেষভাবে অভিনেত্রী প্রিয়াংকা প্রিয়ার কাছে ক্ষমা চাইতে দেখা যায়।
ভিডিও বার্তায় শামীম বলেন, “সম্প্রতি অভিনেত্রী প্রিয়াংকা প্রিয়ার সঙ্গে আমার একটি খারাপ অভিজ্ঞতা হয়েছে। আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, গালিগালাজ করেছি। সেই ঘটনার পর আজ প্রিয়াংকার সঙ্গে আমার দেখা হয়েছে। আমি তার কাছে আমার ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছি এবং আমি লজ্জিত।”
অভিনয় জীবনে শুধু প্রিয়াংকাই নন, সম্ভবত আরও অনেককেই তিনি কষ্ট দিয়েছেন উল্লেখ করে শামীম সকলের কাছে ক্ষমা চেয়ে বলেন, “হয়তো রাগের বশে আমি এমন কিছু কথা বলেছি। আমি কথা দিচ্ছি, আমার দ্বারা ভবিষ্যতে আর কখনো এমন কিছু হবে না। খারাপ ব্যবহার বা খারাপ কথা কেউ পাবেন না। আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন।”
শামীম আরও বলেন, “আমার শুভাকাঙ্ক্ষী যাদের কাছে এই অভিযোগগুলো পৌঁছেছে, তাদের সকলের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদের সকলের কাছে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে ভবিষ্যতে আমি আর এমন কাজ করব না।”
এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে কঠোর পদক্ষেপ নিয়েছে অভিনয়শিল্পী সংঘ। তাদের পক্ষ থেকে একটি পোস্টে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে যে শামীম হাসান সরকার অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের একজন সদস্য। সাংগঠনিক শৃঙ্খলা ও শিষ্টাচার ভঙ্গের দায়ে এই অভিনেতাকে শেষবারের মতো সতর্ক করা হলো।
পোস্টে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে যদি এই ধরনের অভিযোগ পুনরায় প্রমাণিত হয়, তাহলে গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী শামীমের সদস্যপদ খারিজ করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC