সোমবার ২৫ আগস্ট, ২০২৫

‎সশক্তি ক্রীড়া ও সমাজকল্যান সংঘের উপদেষ্টা হলেন বিশিষ্ট সমাজসেবক এস.এম মোস্তাফিজুর রহমান

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Rising Cumilla - Eminent social worker S.M. Mostafizur Rahman is the advisor of Sashakti Sports and Social Welfare Association.
‎সশক্তি ক্রীড়া ও সমাজকল্যান সংঘের উপদেষ্টা হলেন বিশিষ্ট সমাজসেবক এস.এম মোস্তাফিজুর রহমান/ছবি: সংগৃহীত

‎”ন্যায় নিষ্ঠা সত্য ত্যাগে আত্নোৎস্বর্গী হব, তরুন তারুণ্যে মোরা তোমাদের পাশে রব” এই স্লোগানকে ধারণ করে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালায় ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয় সশক্তি ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের।

সম্প্রতি গত (২৩ আগস্ট) শনিবার আগামী ৩ বছরের জন্য উপদেষ্টা পরিষদ ও নব-নির্বাচিত কমিটি গঠন করা হয়।

এতে সংগঠনের সভাপতি আসাদুজ্জামান সবুজ ও সাধারন সম্পাদক ফয়সাল সরকারের স্বাক্ষরিত এই নব-নির্বাচিত কমিটি গঠন করা হয়। এতে ষাইটশালা দরবার শরীফের পীরজাদা, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী এস.এম মোস্তাফিজুর রহমানকে সশক্তি ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা করা হয়।

এবিষয়ে এস.এম মোস্তাফিজুর রহমান বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করবো। আর যারা আমার উপর এই মহৎ দায়িত্ব দিয়েছেন সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরও পড়ুন