বাঙালির প্রিয় খাবারের তালিকায় অন্যতম হলো খিচুড়ি। আর ভুনা খিচুড়ি তো সবারই প্রিয়। কিন্তু একই রকম ভুনা খিচুড়ি খেতে নিশ্চয়ই সব সময় ভালো লাগার কথা নয়। তাই আজকের রেসিপি একটু ভিন্ন স্বাদের সরিষার তেলের ভুনা খিচুড়ি।
এতে সরিষার তেলের ঝাঁঝালো স্বাদ আর মশলার মিষ্টি গন্ধ মিলে এক অসাধারণ স্বাদ তৈরি হয়। খিচুড়ির প্রতি আগ্রহী যে কেউ এই রেসিপিটি অবশ্যই একবার চেষ্টা করে দেখতে পারেন।
উপকরণ:
প্রণালী:
১. প্রথমে মুগ ডাল ভেজে নিতে হবে। এরপর পোলাওয়ের চাল আর মুগ ডাল একসঙ্গে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে কিছুক্ষণ।
২. এবার সরিষা তেল গরম করে পেঁয়াজ, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে একে একে সব মশলা আর লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। এরপর চাল ডাল একসঙ্গে দিয়ে ভাজার মতো করে রান্না করতে হবে।
৩. তারপর গরম পানি ঢেলে ঢাকনা দিয়ে বেশি আঁচে রান্না করুন। পানি শুকিয়ে গেলে কাঁচামরিচ দিয়ে আরো কিছুক্ষণ রান্না করুন। এবার গরম গরম পরিবেশন করুন সরিষর তেলের ভুনা খিচুড়ি।
টিপস:
পরিবেশন:
গরম গরম সরিষার তেলের ভুনা খিচুড়ি পরিবেশন করুন গরম ভাত, ডাল, বেগুন ভাজা, মাছ ভাজা, ডিম ভাজা ইত্যাদির সাথে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC