ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের মেঘনা তীরবর্তী আজবপুর গ্রাম আজ ভয়াবহ নদীভাঙনের মুখে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ গ্রামে এখন ছড়িয়ে পড়েছে আতঙ্ক আর অনিশ্চয়তা। প্রতিদিনই বসতবাড়ি, স্কুল, হাট-বাজার এবং ফসলি জমি মেঘনার করালগ্রাসে হারিয়ে যাচ্ছে।
সোমবার (২৬ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামজুড়ে শুধু উদ্বেগ আর উৎকণ্ঠা। নদীর ভাঙন থেকে নিজ বসতভিটা রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছেন স্থানীয়রা। ইতোমধ্যে বহু কৃষিজমি বিলীন হয়ে গেছে নদীগর্ভে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে মেঘনার ভাঙনে বিপর্যস্ত আজবপুর গ্রামকে রক্ষায় নেওয়া হয়নি কোনো টেকসই পদক্ষেপ। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন আগে সাময়িক প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে জিও ব্যাগ দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। তবে সেটিও এখন আর কার্যকর নয়।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী মো. জুনায়েদ মিয়া বলেন, “সরকারিভাবে আমাদের দুই দফায় জিও ব্যাগ দেওয়া হয়েছে, কিন্তু পানি বাড়তে থাকায় আবারও ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। আমরা সরকারের কাছে দ্রুত টেকসই ও স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছি।”
একইসঙ্গে স্থানীয় বাসিন্দা ইব্রাহিম মিয়া বলেন, “মেঘনার ভাঙন এখন আমাদের বাড়িঘর, বাজার এমনকি স্কুল পর্যন্ত এসে পৌঁছেছে। দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের স্বপ্ন ও ভবিষ্যৎ সবকিছুই হারিয়ে যাবে।”
উল্লেখ্য, আজবপুর গ্রামটি দীর্ঘদিন ধরেই অবহেলিত ও উন্নয়নবঞ্চিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা না নেয়, তবে একসময় হারিয়ে যাবে মেঘনার তীরে গড়ে ওঠা এই প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য গ্রামটি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC