গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাঁচ লক্ষ চার হাজার টাকা হুন্ডির অর্থ আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি'র) আওতাধীন ধর্মঘর বিওপির বিশেষ টহলদল।
শনিবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে তিনটায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর এলাকায় সীমান্ত পিলার ১৯৯৪/১ এস হতে ২৫০ গজ দূরে গোপনে অবস্থান নেয় বিজিবি।
পরবর্তীতে ভারতের দিক থেকে অবৈধভাবে আসা এক ব্যক্তিকে দেখে ধাওয়া দিলে ছোট দুই প্যাকেটে এ অর্থ ফেলে পালিয়ে যায় সে। আটককৃত টাকার পরিমাণ (৫,০৪,০০০) পাঁচ লক্ষ চার হাজার টাকা।
সীমান্ত দিয়ে হুন্ডি পাচার প্রতিরোধে হুঁশিয়ারি দিয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, আটককৃত হুন্ডির অর্থ মাধবপুর থানায় মামলা দায়ের শেষে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
হবিগঞ্জ জেলার মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলার সীমান্তে অবৈধ পাচার প্রতিরোধ ও সকল বিষয়ে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC