ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্ত্রী'র সঙ্গে ঝগড়ার জের ধরে আত্নহত্যা করেছে রাজু মিয়া (৩০) নামে এক যুবক।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলার সদর ইউনিয়নের আলীনগর এলাকার একটি ভাড়াবাড়ি থেকে উদ্ধার করা হয় যুবকের মরদেহ। নিহত রাজু একই ইউনিয়নের চাঁনমনিপাড়া গ্রামের নূর নবী মিয়া-র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাজু তার স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতো। বিগত ক'দিন যাবত তাদের স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া চলছিল এতে রাগ করে বাপের বাড়িতে চলে যায় স্ত্রী। এতে করে একাই সেখানে বসবাস করছিলো রাজু। আজ দুপুর হয়ে গেলেও রাজু দরজা না খুললে, এতে সন্দেহ হলে প্রতিবেশীরা দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরবর্তীতে তারা পুলিশে খবর দেয়।
এদিকে স্বামীর মৃত্যুর খবরে স্ত্রী ছুটে আসলে স্বামীর বোনদের মারধরের শিকার হয়ে আহত হন তিনি। বর্তমানে তিনি সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ ময়নাতদন্তের জন্যে জেলা সদরে পাঠানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC