ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদেশী নাম্বারের হোয়াটসঅ্যাপ থেকে কল করে প্রথমে ভিডিও ধারণ ও পরবর্তীতে Ai (এআই) দ্বারা আপত্তিকরভাবে সেটি এডিট করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সরাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিনের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে এ ঘটনায় সরাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৭ আগস্ট রাত ১২টা ৫৫ মিনিটে বিদেশি একটি নাম্বার নাম্বার (+91 9950913353) থেকে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসলে কলটি রিসিভ করার সঙ্গে সঙ্গে এক অচেনা মহিলা হিন্দি ভাষায় কথা বলে এবং ব্যক্তিগত তথ্য জানার চেষ্টা করে। সন্দেহজনক মনে হওয়ায় তিনি কলটি কেটে দেন।
পরবর্তীতে ঐ নাম্বার থেকে তার হোয়াটসঅ্যাপে একাধিক অশ্লীল ভিডিও পাঠানো হয় এবং তাকে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ভিডিও ছড়িয়ে মানহানি করা হবে বলে হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক তাসলিম উদ্দিন বলেন, আমি এবং আমার পরিবার বর্তমানে চরম মানসিক কষ্টে আছি। এটি একটি সুপরিকল্পিত সাইবার অপরাধ। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আমি থানায় অভিযোগ করেছি।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত এসকল অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সরাইল রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক মহল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC