ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলার ৫২টি পূজা মন্ডবের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সরাইল উপজেলা সদরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এস এন তরুণ দে।
এছাড়াও শারদীয় দুর্গোৎসব পরিচালনা কমিটির সভাপতি দেবদাস সিংহ রায়ের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আলম, বিশেষ অতিথি হিসেবে সরাইল বিকাল বাজার পরিচালনা কমিটির সভাপতি ও জামায়াত নেতা মাওলানা কুতুব উদ্দিন, সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক'সহ নানা শ্রেণি-পেশার ও সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সরাইল উপজেলা জুড়ে ৫২ টি মন্ডবে অনুষ্ঠিত হতে যাওয়া শারদীয় দুর্গোৎসবে উৎসব মুখর পরিবেশ বজায় রাখার লক্ষ্যে নানা বিষয়ে আলোচনার পাশাপাশি সকলেই সার্বিক সহযোগিতা'র অঙ্গীকার প্রদান করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC