বুধবার ২৯ অক্টোবর, ২০২৫

সরাইলে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালীতে জনস্রোত

Rising Cumilla -Crowds throng Sarai for colorful rally marking Jubo Dal's 47th founding anniversary
সরাইলে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালীতে জনস্রোত/ছবি: প্রতিনিধি

আতিকুল ইসলাম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী ও সদস্য সচিব নূর আলম মিয়া-র নেতৃত্বে এ র‍্যালী অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মী ও জনতার অংশগ্রহণে আনন্দ র‍্যালী জনস্রোতে রূপান্তরিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এন তরুণ দে।

এছাড়াও সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফুল করিম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান মাখন, দপ্তর সম্পাদক সালাউদ্দিন বিপ্লব, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী দেলোয়ার হোসেন মিন্টু, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক’সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আনন্দ র‍্যালীটি সরাইল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পথসভায় রূপ নেয়। এসময় দলীয় স্লোগানে মুখরিত ছিলো রাজপথ।

আরও পড়ুন