
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক সেবন করে অশ্লীল আচরণ করায় তিন যুবককে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন।
রোববার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ ভূঁইয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হাসানের নেতৃত্বে একটি পুলিশ দল মাদকাসক্ত অবস্থায় তাদের আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামিদের মধ্যে বিজয়নগরের শফিকুল ইসলামের ছেলে হৃদয় মিয়াকে (২০) ৫ দিন, শাহজাহান মিয়ার ছেলে মাসুক মিয়াকে (২৫) ১০ দিন এবং শরিফ মিয়াকে (২২) ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন জানান, মাদক সেবন করে অশ্লীল আচরণ করায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এই শাস্তি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।