
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপনের নেতৃত্বে বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় সসরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বাজার থেকে শুরু র্যালি উপজেলা সদরের বড্ডাপাড়া এলাকায় এসে শেষ হয়।
এসময় সরাইল-নাসিরনগর আঞ্চলিক লাখাই সড়কের নেতাকর্মীদের ও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিলো চোখে পরার মতো।
র্যালি শেষে আহসান উদ্দিন খান শিপন সকলকে জানিয়ে বলেন, জাতীয়তাবাদী দলের আদর্শ লালন করে ৩১ বছর যাবত মাঠে আছি। আগামী দিনেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দল ও জনগণের পাশে থাকার অঙ্গীকার করছি।
তিনি আরও বলেন, আমি কখনো পদ-পদবি’র তোয়াক্কা করিনি। যদিও ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী তবে দল মনোনয়ন না দিলেও আমৃত্যু দলের পাশে থাকবো। আমার নেতা তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। আমি তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে দেওয়া’র আহ্বান জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ রাকিব, সাবেক চেয়ারম্যান আবু মুসা উসমানী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ সরদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খসরু নোমান, শাহ ওয়ালী উল্লাহ জাবেদ, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জামাল হোসেন লস্কর, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মাওলানা ওসমান গণি, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মোর্শেদ জামান জালাল, যুবদল নেতা গিয়াস উদ্দিন, সোহাগ আহমেদ, বায়েছ, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহাগ মিয়া প্রমুখ।