ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজিচালিত অটোরিকশায় এক নারী যাত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায়। আহত নারী জুর বানু (৪৫) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নাথপাড়া গ্রামের ইদ্রিস মিয়ার স্ত্রী।
ভুক্তভোগীর ছেলে আব্বাস মিয়া জানান, ওইদিন দুপুরে তার মা ইসলামাবাদ এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুরে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর চালক ও যাত্রীবেশে থাকা দুই দুর্বৃত্ত মিলে সিএনজির ভেতরে থাকা হাতুড়ি দিয়ে তাকে মারধর করে। একপর্যায়ে তার কাছে থাকা নগদ ১ লাখ ৬৪ হাজার টাকা, ১২ আনা স্বর্ণের চেইন ও ৫ আনা ওজনের স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়।
পরে দুর্বৃত্তরা তাকে বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, “আমি বর্তমানে ছুটিতে আছি। এ ধরনের কোনো ঘটনার বিষয়ে এখনো অবগত নই। তবে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC