বুধবার ৮ অক্টোবর, ২০২৫

সরাইলে নবীন বরণ অনুষ্ঠানে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলো ছাত্রদল

আতিকুল ইসলাম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Chhatra Dal promises to ensure safe campus at Sarai's freshman reception
সরাইলে নবীন বরণ অনুষ্ঠানে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলো ছাত্রদল/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সরকারি কলেজের কয়েক শতাধিক নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ছাত্রদল। এসময় নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক নানা বিষয়ে সহযোগিতা করার আশ্বাস প্রদান করে তারা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সরাইল সরকারি কলেজ মিলনায়তনে এ নবীন বরণের আয়োজন করেন সরাইল সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। সরাইল সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি’র হাত ধরে দীর্ঘদিন পর নবীন বরণ সম্পন্ন হওয়ায় প্রশংসায় ভাসছে তারা। অনুষ্ঠানে’র শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সরাইল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম।

এতে সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান আশিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল।
সরাইল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আহমেদ বিজয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক খায়রুল ইসলাম পলাশ, আ ফ ম দেলোয়ার পাভেল, শহিদুল ইসলাম মামুন, রুহুল আমিন রুবেল, মোহাম্মদ মাসুদুর রহমান প্রমুখ।

এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে সরাইল উপজেলা ছাত্রদলে’র সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক জামাল হোসেন লস্কর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ জুনায়েদ, সদস্য সচিব মীর ওয়ালিদ সাক্ষাৎ, যুগ্ম আহ্বায়ক-শিবলী সাদিক, মোঃ মাহবুবুর রহমান, সরাইল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান নাজ এবং কলেজ শাখা ছাত্রদলের পক্ষে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সিফাত ইসলাম নূর ও সাংগঠনিক সম্পাদক ফাহাদ মিয়া বক্তব্য রাখেন।

আরও পড়ুন