ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইভটিজিং, মাদক ও ডাকাতি রোধে বিশেষ ভূমিকা রাখায় সরাইল থানা পুলিশের এসআই মোঃ জয়নাল আবেদীনকে পুরস্কৃত করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৬ মে) সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসআই জয়নাল আবেদীনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কমিটির সভাপতি ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরস্কারপ্রাপ্ত এসআই জয়নাল আবেদীন বলেন, “দীর্ঘ তিন বছর ধরে আমি সরাইল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করে যাচ্ছি। সবসময় পুলিশ বাহিনীর সম্মান রক্ষায় ও জনসাধারণের স্বার্থে দায়িত্ব পালনে সচেষ্ট থেকেছি। আজকের এই পুরস্কার ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে আমাকে অনুপ্রাণিত করবে। আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পেশাগত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC