ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের আন্দোলনে ঢাকার রাজপথে শহীদ হওয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা'র জসিম উদ্দিন ও রায়হান উদ্দিন নামের দুই শহীদের কবর জিয়ারত ও স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সরাইল উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামে ও ও পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামে এ দু'টি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ জসিম উদ্দিন অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের মোঃ জরুন মিয়ার সন্তান ও শহীদ রায়হান উদ্দিন পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের মোঃ ফারুক আহাম্মদে'র সন্তান।
এসময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাজহারুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর উদ্দিন, সমাজ কর্মী আবুল বাশার মাস্টার, অরুয়াইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আব্দুল আজিজ,যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ, অরুয়াইল ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোঃ নবী হোসেন, অরুয়াইল ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শরীফ উদ্দিন ও মোঃ ওমর আলী প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC