
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দুটি মৃত্যু দাবির চেক নমিনিদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) বিকালে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার-আইরল বাজারে এ চেক হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা মুখতার হোসাইন।
প্রতিষ্ঠানটির ব্রাহ্মণবাড়িয়া সেলস অফিসের আওতাধীন আখাউড়া উপজেলার হীরাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামের মৃত জারু মোল্লার ছেলে মো. সেলিম মোল্লার মৃত্যুদাবি চেক ১,৮৯,৬০০ টাকা (এক লাখ ঊননব্বই হাজার ছয়শ টাকা) এবং সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কানিউচ্ছ গ্রামের মৃত কুমুদ চন্দ্র দাসের ছেলে জয়দেব চন্দ্র দাসের মৃত্যুদাবি চেক ২,৩৮,০০০ টাকা (দুই লাখ আটত্রিশ হাজার টাকা) তাদের স্ব স্ব নমিনির হাতে তুলে দেওয়া হয়।
পরিবার থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়ার মাত্র তিন কার্যদিবসের মধ্যেই মৃত্যু দাবি নিষ্পত্তি করেন প্রতিষ্ঠানটির সিও জনাব নুরে আলম সিদ্দিকী অভি।
অনুষ্ঠানে আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ইউনিট ম্যানেজার মো. মুরাদ খানের সঞ্চালনায় ও কাটানিশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আলী আকবর খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সেলস ম্যানেজার জনাব এমদাদুল হক ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার জনাব রিপন সরকার, ব্রাঞ্চ ম্যানেজার মাহফুজ খন্দকার, গিয়াস উদ্দিনসহ আরও অনেকে।