মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৫

সরাইলে অবৈধভাবে মাটি কর্তনের দায়ে সাত জনের কারাদণ্ড

আতিকুল ইসলাম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Seven people sentenced to prison for illegally cutting soil in Sarai
সরাইলে অবৈধভাবে মাটি কর্তনের দায়ে সাত জনের কারাদণ্ড/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধভাবে মাটি কাটার অপরাধে সাত ব্যক্তিকে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিনপুর ও আজবপুর বাজার এলাকা সংলগ্ন হাওড়ে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে এই সাজা দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন বেগম। কারাদণ্ড প্রাপ্তরা হলেন, নাছির উদ্দীন, আসিদ, বাহার, সবুজ, আঃ নূর, কবির এবং লিটন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন বেগম বলেন, উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিনপুর ও আজবপুর বাজার এলাকা সংলগ্ন হাওড়ে মেঘনা নদী থেকে অবৈধভাবে মাটি কাট ছিলো চক্রগুলো। গোপন সংবাদ ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় মাটিভর্তি ইঞ্জিনচালিত ৩টি নৌকা , ২৮টি কোদাল ও ৩টি হ্যান্ডেল জব্দ করে স্থানীয় মেম্বারের জিম্মায় দেওয়া হয় এবং নৌকা থেকে ৭ জনকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে ৩ মাসে মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন