ফেব্রুয়ারি ১৯, ২০২৫

বুধবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

সরাইলে অপসাংবাদিকতা প্রতিরোধে কমিটি

সরাইলে অপসাংবাদিকতা প্রতিরোধে কমিটি
সরাইলে অপসাংবাদিকতা প্রতিরোধে কমিটি। ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সাংবাদিকতার মানোন্নয়নে, পেশাদার সাংবাদিকতার ভাবমূর্তি রক্ষায় সরাইল প্রেসক্লাব, উপজেলা রিপোর্টার্স ইউনিটি ও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ভুয়া সাংবাদিক ও অপসাংবাদিকতা প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় সরাইল প্রেসক্লাব কার্যালয়ে উপজেলায় কর্মরত তিন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে যৌথ সভায় সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি গঠন করা হয়।

সরাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল হুদা ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমানকে উপদেষ্টা, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টারকে আহবায়ক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরীফ উদ্দিনকে যুগ্ম আহবায়ক (১) ও সরাইল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদকে যুগ্ম আহবায়ক, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম সুমনকে সদস্য সচিব, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়াকে সদস্য করে এ কমিটি হয়েছে।