
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে গলানিয়া মিনিবার ফুটবল টুর্ণামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে ক্রীড়াঙ্গনের প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে এ আয়োজন বলে জানিয়েছে আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (৮ সেপ্টেম্বর) গলানিয়া খেলার মাঠে অনুষ্ঠিত এ কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোঃ সেলিম মিয়া। খেলায় অংশগ্রহণ করেন চাঁনপুর বুলেট পাস বনাম কালিকচ্ছ সূর্যমুখী একাদশ।
এতে কালিকচ্ছ ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সরোয়ার উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সালিশকারক মোঃ ধন মিয়া, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এমদাদুল হক পিয়ারুল, কালিকচ্ছ ইউনিয়ন তরুণদলের সদস্য সচিব বেলাল হোসেন বিল্লাল, সালিশকারক ইদ্রিস মিয়া প্রমুখ।
এসময় প্রধান অতিথি কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোঃ সেলিম মিয়া বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে থাকে। আমি বরাবরই এ ধরণের টুর্ণামেন্ট তথা খেলাধুলার সাথে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করি। আমি এই টুর্ণামেন্টের সাফল্য ও স্বার্থকতা কামনা করছি।
তিনি আরও বলেন, ইতিমধ্যেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কালিকচ্ছ ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্বে আমরা কাজ করছি। পর্যায়ক্রমে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে স্বার্থক হবো বলে আমরা আশাবাদী।
এ ব্যাপারে টুর্ণামেন্ট কমিটির পরিচালক ও কালিকচ্ছ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক-২ মোঃ মিজান মিয়া বলেন, যুবসমাজকে আলোর পথে আনতে তাদের খেলাধুলার প্রতি মনোযোগী করা জরুরি। এই চিন্তাধারা থেকে আমাদের কালিকচ্ছ ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ ছাদেক মিয়া-কে সভাপতি ও কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম’কে সাধারণ সম্পাদক করে ৬০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে’ই মূলত আজকের এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে ও বিভিন্ন সামজিক কাজ পরিচালনা করা হচ্ছে।