অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর বলেছেন, 'সরকার সদ্য গঠিত একটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) পৃষ্ঠপোষকতা দিয়ে পক্ষপাতমূলক আচরণ করছেন।'
তিনি বলেন, 'সরকারের এমন আচরণ শুধু গণঅধিকার পরিষদ নয়, দেশের অধিকাংশ সচেতন নাগরিক ও রাজনৈতিক মহলের কাছেই প্রশ্নবিদ্ধ।'
শুক্রবার (২৫ জুলাই) কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলার উদ্যোগে আয়োজিত ‘গণঅভ্যুত্থানের জনআকাঙ্খা ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নূরুল হক নূর বলেন, সরকার যদি সকল রাজনৈতিক দলের প্রতি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয়, তবে দেশবাসী আরেকটি নিরপেক্ষ সরকারের দাবি জানাতেই পারে। তাহলে নির্বাচনের আগে নির্বাচনের জন্য আরেকটি নিরপেক্ষ সরকার গঠনের প্রয়োজন হতে পারে। আমরা মনে করি সরকার সকল দলের প্রতি সমান আচরণ করবেন।
ভিপি নূর অভিযোগ করেন, "সরকার চারটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসলেও একটি সদ্য জন্ম নেওয়া, নিবন্ধনহীন দলকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। এনসিপির প্রতি সরকারের এই সহযোগিতা পূর্বের ‘কিংস পার্টি’ গঠনের মতোই একটি নজির স্থাপন করছে।"
তিনি আরও জানান, বিভিন্ন জেলায় বৃক্ষ মেলা এবং স্কুল-কলেজের ক্লাস বন্ধ করে এনসিপির সমাবেশে লোক নিয়ে আসার খবর তারা পেয়েছেন, যা নতুন বাংলাদেশের চিত্র নয়, বরং ‘পুরনো আমলে’ দেখা অনৈতিক কার্যক্রমের পুনরাবৃত্তি।"
নুরুল হক নূর মাইলস্টোনের ঘটনা এবং তার পরবর্তী সময়ে একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে নূর বলেন, গণঅধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ৩০০ আসনেই নির্বাচনে অংশগ্রহণ করবে। তিনি কুমিল্লা সদর আসনসহ কুমিল্লার কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীদের নাম ঘোষণা করেন। প্রার্থীরা হলেন:
নুরুল হক জানান, "গতকাল ঢাকায় ৩৬ জুলাই স্মরণে ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা এবং আজকের কুমিল্লার এই সমাবেশে আমাদের প্রার্থীদের পরিচয় করানোর মধ্য দিয়ে সারা দেশে আমাদের নির্বাচনী কর্মযজ্ঞ শুরু হলো।"
কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফয়েজ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মঞ্জুর মোরশেদ মামুন প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC