ইতোমধ্যে বেশ কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগের পরও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সপ্তম উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন পদত্যাগের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেননি বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি বলেন, আমি ঢাকায় আছি। পদত্যাগের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেইনি। যদি সরকার গঠন হওয়ার পর তাঁরা আমাকে পদত্যাগ করতে বলে তাহলে আমি পদত্যাগ করবো।
বুধবার (৭ আগস্ট) মুঠোফোনে প্রতিবেদককে এসব কথা জানান কুবি উপাচার্য অধ্যাপক মঈন। এর আগে ২০২২ সালের ৩১ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে যোগদান করেন তিনি।
এদিকে সংসদ বিলুপ্ত হওয়ার পর ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পদত্যাগ করেছেন। চলমান উদ্ভুত পরিস্থিতিকেই পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন উপাচার্যরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC