
সরকার পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।
তিনি বলেন, জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই অবরোধ চলছে। এই আওয়ামী লীগ ভোট চোরের বিরুদ্ধে জামায়াতের অবরোধ। অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিন, না হলে আমাদের এই অবরোধ আরও তীব্র থেকে তীব্রতর হবে। বুধবার সকালে রাজধানীর রমনা বেইলী রোড এলাকায় সড়ক অবরোধকালে তিনি এসব কথা বলেন।
সরকারের পদত্যাগ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দের মুক্তি ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে তৃতীয় দফায় ৮ ও ৯ নভেম্বর টানা ৪৮ ঘণ্টার অবরোধ সকাল থেকে শুরু হয়েছে। সড়ক, নৌ এবং রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর রমনায় সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ। অবরোধ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য শাহীন আহমদ খান, মুতাসিম বিল্লাহ, মুহাম্মদ নুরুদ্দিন, ইমাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও অবরোধের সমর্থনে, বাবুবাজার, যাত্রাবাড়ী, ডেমরা, বাসাবো বিশ্বরোড, ধানমন্ডি, বাড্ডা, আগারগাঁও, পল্লবী, মিরপুরসহ বিভিন্ন স্থানে মিছিল হয়।









