কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত মাস থেকেই সারাদেশে অস্থিরতা বিরাজমান ছিল। এরই অংশ হিসেবে (রোববার) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এরপরই সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়া খবর ছড়িয়ে পড়ে। এরপরই সারাদেশে ছড়িয়ে পড়ে বিজয়োল্লাস।
এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপি'র বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে একটি বিজয় মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন।
এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী শাহ আলম খোকন, সাবেক সাধারণ সম্পাদক মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, আনিছুর রহমান রিপন ভূইয়া, মহিলানেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, যুবদলের আহবায়ক মোস্তফা জামান, সদস্য সচিব এনামুল হক সুমন, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তাজুল ইসলাম মিঠু, শ্রমিকদলের সভাপতি কাউছার আলমসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC