জানুয়ারি ১৩, ২০২৫

সোমবার ১৩ জানুয়ারি, ২০২৫

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ১ম ধাপের ফল প্রকাশ

Directorate of Primary Education (DPE)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

সংবামাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম পর্বে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮টি জেলার ফল প্রকাশ করা হয়েছে। এই ধাপের লিখিত পরীক্ষায় ৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা নিজের মোবাইলেও এ বিষয়ে একটি বার্তা পাবেন। মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

গণশিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, সরকারি প্রাথমিক স্কুলে সহকারী শিক্ষক পদে দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা আগামী জানুয়ারিতে বা ফেব্রুয়ারির শুরুতেই নেয়ার পরিকল্পনা করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। তৃতীয় ও শেষ ধাপের পরীক্ষা এসএসসি পরীক্ষার পর নেয়া হবে।

এর আগে চলতি মাসের ৮ তারিখে তিন বিভাগের ১৮ জেলার চাকরিপ্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পর্বে মোট পরীক্ষার্থী ছিলেন তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন।