মে ৮, ২০২৫

বৃহস্পতিবার ৮ মে, ২০২৫

সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান

Rising Cumilla - Zubaida Rahman
ছবি: সংগৃহীত

প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা.জোবাইদা রহমান। সঙ্গে ফিরছে তার সরকারি চাকরিও। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তার চিকিৎসক পদে পুনর্বহাল সংক্রান্ত আদেশ দু-এক দিনের মধ্যেই জারি হতে পারে।

১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে সরকারি চাকরিতে যোগ দেন ডা. জোবাইদা রহমান। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে স্নাতকোত্তর (এমএসসি) করেন।২০০৮ সালে তিনি শিক্ষা ছুটিতে স্বামী তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যে যান। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে ফিরে আর কর্মস্থলে যোগ দিতে পারেননি। এর ফলে ২০১৩ সালে বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী তার চাকরির অবসান ঘটে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম ফজলুল হক জানান, “ডা. জোবাইদা রহমানের সরকারি চাকরি পুনর্বহালের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। সকল আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত আদেশ জারি করা হবে।”

দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর গতকাল মঙ্গলবার (৬ মে) সকালে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডা. জোবাইদা রহমান। তার এ প্রত্যাবর্তন রাজনৈতিক মহলে নানা আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে ছুটির মেয়াদ শেষে নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে না ফেরায় ২০১৩ সালে ডা. জোবাইদাকে চাকরি থেকে বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন তাকে পুনরায় সরকারি চাকরিতে ফিরিয়ে আনতে ওই বরখাস্ত আদেশ প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন